Eporcha Gov BD – খতিয়ান অনুসন্ধান ও ভূমি সেবা
খতিয়ান অনুসন্ধান
Eporcha Gov BD
ভূমি সেবা
Eporcha Gov BD হচ্ছে খতিয়ান অনুসন্ধান এবং ভূমি সেবা সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট।
এখানে কোনো প্রকার সরকারি সেবা পাওয়া যায়না।
সর্বশেষ পোস্টসমূহ
Eporcha GOV BD ওয়েবসাইটে ই পর্চা খতিয়ান অনুসন্ধান, মৌজা ম্যাপ অনুসন্ধান এবং যেসব ভূমি সেবা প্রদান করা হতো তা বর্তমানে নতুন ওয়েবসাইট dlrms.land.gov.bd ওয়েবসাইটে স্থানান্তর করা হয়েছে।
এই ওয়েবসাইটে আমরা উক্ত ওয়েবসাইটগুলোর সেবাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম, সার্ভে খতিয়ান অনুসন্ধান এবং নামজারি খতিয়ান অনুসন্ধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই ওয়েবসাইটে।
মৌজা ম্যাপ অনুসন্ধান, জমির মালিকানা যাচাই পদ্ধতি, খতিয়ান অনুসন্ধান এবং খতিয়ানের কপি ডাউনলোড বা সংগ্রহ করার পদ্ধতি বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে।
eporcha.org কোনো সরকারি ওয়েবসাইট নয়, তাই এখানে সরকারি সেবা পাওয়া যায়না। আমরা ভূমি সেবা সংক্রান্ত আপডেট তথ্য এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ব্লগ আকারে প্রকাশ করে থাকি। তাই, সরকারি ওয়েবসাইট মনে করে ভুল করবেন না।
ভূমি সংক্রান্ত যেকোনো আপডেট জানতে বা সমস্যার সমাধান জানতে eporcha.org লিখে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সার্চ বারে আপনার প্রয়োজনীয় বিষয়টি লিখে সার্চ করে বিস্তারিত আর্টিকেল পড়ুন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা এবং মৌজা সিলেক্ট করুন। খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করলে নামজারি খতিয়ানের বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন।
খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে পেতে খতিয়ান নং লিখে সার্চ করতে পারেন। অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম বা দাগ নং লিখেও খতিয়ান সার্চ করতে পারবেন।
খতিয়ান যাচাই করার পর চাইলে খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করার মাধ্যমে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে ই নামজারি যাচাই করার পদ্ধতি পোস্টে ছবিসহ এই পদ্ধতিটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। পোস্টটি পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন।
আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান অনলাইনে যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা সিলেক্ট করুন এবং খতিয়ানের ধরণ থেকে আর এস সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।
অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং কিংবা মালিকের নাম লিখে খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে পারবেন। খতিয়ান অনুসন্ধান করার পাশাপাশি খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন সহজেই।
www land gov bd আর এস খতিয়ান নিয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত পোস্ট রয়েছে। ছবি সহ বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন উক্ত পোস্ট থেকে।
মৌজা ম্যাপ অনুসন্ধান
মৌজা ম্যাপ অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা, সার্ভে টাইপ এবং মৌজা সিলেক্ট করুন। সিট নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।
এরপর, মৌজা ম্যাপের একটি প্রিভিউ ছবি দেখতে পারবেন। ম্যাপ সংগ্রহ করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। অতঃপর, উপরে ডান দিক থেকে ঝুড়ি আইকনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো পূরণ করলে মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন।
মৌজা ম্যাপ অনুসন্ধান ও ডাউনলোড করার নিয়ম নিয়ে ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আর্টিকেল প্রকাশ করা হয়েছে। সেটি পড়লে ছবিসহ বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন।
ই নামজারি যাচাই
ই নামজারি যাচাই করতে mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নিচে স্ক্রোল করে বিভাগের নাম নির্বাচন করুন, আবেদন নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন।
যারা জমির নামজারি করার জন্য আবেদন করেছেন, তারা এই পদ্ধতি অনুসরণ করে আবেদন অনুমোদন হয়েছে কিনা জেনে নিতে পারবেন। ই নামজারি যাচাই করার পদ্ধতি নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি বিস্তারিত পোস্ট রয়েছে।
সচরাচর জিজ্ঞাসা


গুরুত্বপূর্ণ লিঙ্ক
- গোপনীয়তা নীতি
- সাধারণ জিজ্ঞাসা
- যোগাযোগ
পরিকল্পনা ও বাস্তবায়নে

অ্যাপ ডাউনলোড করুন

সামাজিক যোগাযোগ
