মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন? মৌজা ম্যাপ অনলাইনে অনুসন্ধান করা এবং ডাউনলোড করার সহজ নিয়ম জানতে পারবেন এই পোস্টে।
দেশের প্রায় প্রতিটি মৌজার একটি করে ম্যাপ আছে। উক্ত ম্যাপ দিয়ে সার্ভেয়াররা জমি পরিমাপ করে থাকেন। আপনি যদি একটি মৌজার ম্যাপ অনুসন্ধান করতে চান বা ডাউনলোড করতে চান, তাহলে মৌজার ঠিকানা জানতে হবে।
এই পোস্টে অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান এবং ডাউনলোড করার পদ্ধতি বিস্তারিত শেয়ার করা হবে। চলুন, জেনে নেয়া যাক।
মৌজা ম্যাপ অনুসন্ধান
মৌজা ম্যাপ অনুসন্ধান করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা, সার্ভে টাইপ এবং মৌজা সিলেক্ট করুন। সিট নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করুন। তাহলে ম্যাপের তথ্য অনুসন্ধান করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করলে ম্যাপের একটি ছবি দেখতে পারবেন এবং ম্যাপের বেশ কিছু তথ্য দেখতে পারবেন। উপরোক্ত এই পদ্ধতিটি নিম্নে ধাপ আকারে উল্লেখ করে দেয়া হয়েছে।
- ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন
- বিভাগ, জেলা, উপজেলা/থানা, সার্ভে টাইপ এবং মৌজা সিলেক্ট করুন।
- সিট নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করলে ম্যাপের তথ্য অনুসন্ধান করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে শুধু ম্যাপের তথ্য যাচাই করতে এবং একটি ছবি দেখতে পারবেন। অনেক সময় ছবি নাও থাকতে পারে। ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করার পর উপরে ডান দিক থেকে ঝুড়ি আইকনে ক্লিক করে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে চেকআউট বাটনে ক্লিক করে ম্যাপ সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন।
মৌজা ম্যাপের কপি সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হবে এবং আবেদন ফি পরিশোধ করতে হবে। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তা সংগ্রহ করতে পারবেন।
সম্পর্কিত তথ্য –