আর এস খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন? অনলানে আর এস খতিয়ান যাচাই করার জন্য ভূমি সেবা ওয়েবসাইট ভিজিট করতে হবে। বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
আর এস খতিয়ান হচ্ছে সার্ভে খতিয়ানের বিভিন্ন ধরনের মাঝে একটি। আপনার জমির ঠিকানা এবং খতিয়ান নং বা দাগ নং দিয়ে তথ্য যাচাই করার জন্য স্মার্ট ভূমি সেবা ও খতিয়ান সেবা ওয়েবসাইট ভিজিট করতে হবে।
কিভাবে www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে হয় তা বিস্তারিত শেয়ার করা হয়েছে এই পোস্টে।
www land gov bd আর এস খতিয়ান
www.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে একটু নিচে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন। নতুন পেজে নিয়ে গেলে বিভাগ, জেলা, উপজেলা/থানা সিলেক্ট করে খতিয়ানের ধরণ থেকে আর এস সিলেক্ট করবেন। অতঃপর, মৌজা সিলেক্ট করে খতিয়ান নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।
এই পদ্ধতিতে আর এস খতিয়ানের বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন। খতিয়ানের তথ্য যাচাই করার সময় যদি খতিয়ান নং ভুলে যান, তাহলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ানের বিস্তারিত তথ্য অনুসন্ধান করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —

- ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট
- বিভাগ, জেলা, উপজেলা/থানা সিলেক্ট করে খতিয়ানের ধরণ থেকে আর এস সিলেক্ট করুন
- মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে সার্চ করে খতিয়ান বের করুন
- অথবা, খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন
- তাহলে আপনার জমির আর এস খতিয়ানের বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন

খতিয়ান নং মনে না থাকলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখেও জমির খতিয়ান বের করতে পারবেন।
খতিয়ানের তথ্য যাচাই করার সময় ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে www land gov bd আর এস খতিয়ান download করে নিতে পারবেন। এছাড়া, চাইলে সার্টিফাইড কপির জন্যেও আবেদন করতে পারবেন।
সম্পর্কিত তথ্য –